প্রধানমন্ত্রীর নির্দেশে ফ্রি টিকিটে হজে গেলেন প্রতারিত ৪৩৫ জন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে হাজি ক্যাম্পে আটকেপড়া ৪৩৫ জন হজযাত্রী বিনামূল্যের টিকিট নিয়ে সুযোগ পেলেন হজে যাওয়ার। সউদিয়া এরাবিয়ান এয়ারলাইন্সে’র শেষ পর্যায়ের কয়েকটি হজ ফ্লাইট যোগে আটকেপরা হজযাত্রীরা হজে গেলেন।
গতকাল বেলা ২টার দিকে সরকারি উদ্যোগে সানজুরি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে সউদিয়ার হজ ফ্লাইটের ক্রয়কৃত ১৭৪টি টিকিট হাজি ক্যাম্পে পৌঁছলে প্রতারিত পুরুষ-মহিলা হজযাত্রীরা মহান আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর জন্য হাত তুলে দোয়া করেন। মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিটে সউদিয়া এয়ারলাইন্সের সর্বশেষ হজ ফ্লাইট (এস ভি-৫২০৫) ৪৫০জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
No comments:
Post a Comment
আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ
আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ণের জোর দাবী জানাই। আমরা সকল দুর্নীতির বিচার চাই; আমরা মুক্তিযোদ্ধা কারো নিকট করুনা ভিক্ষা চাইনা। দয়া দাক্ষিণ্যে আমাদের সন্তান বড় হবে না। কারন এ দেশ আমরাই স্বাধীন করেছি তাই আপনি /মন্ত্রী/প্রধান মন্ত্রী/রাষ্ট্রপতি। কথাটি আপনাদের মনে থাকলে বাংলাদেশে আর কোন দুর্নীতি হবে না।